যুক্তরাজ্যে প্রবেশ করলে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু

                                          




মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্য প্রবেশ করলেই গ্রেফতার হতে পারেন। এমনটাই ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করার পরই এমন ইঙ্গিত দেয়া হলো যুক্তরাজ্যের পক্ষ থেকে।

আইসিসিরি মোট সদস্য রাষ্ট্র রয়েছে ১২৪টি দেশ। যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে ‘ওয়ান্টেড ম্যান’ নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কেয়ার স্টেরমারের মুখপাত্র বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলব না। যুক্তরাজ্যের  অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার যে বাধ্যবাধকতা রয়েছে এটি সবসময় তা মেনে চলবে।’

স্থানীয় সময় বৃহস্পতিবার, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে, ডাউনিং স্ট্রিট জানায়, যুক্তরাজ্য সরকার আইসিসির স্বাধীনতাকে সম্মান করে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জোর দেওয়ার দিকে মনোনিবেশ করেছে। এদিকে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও জানিয়েছেন, নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে।

Previous Post Next Post

N extra

po pan dar